স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ ভূমি অফিসের সেবা শতভাগ দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছেন নীলফামারীর নতুন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাথে এক অধিপরামর্শ সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ, সনাক সভাপতি মো. আকতারুল আলম, সহসভাপতি শামীমা হক ও ভূবন রায় নিখিল, সনাক সদস্য ফওজিয়া ইয়াসমিন জলি ও মো. মিজানুর রহমান লিটু এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সনাক টিআইবির কার্যক্রমের প্রশংসার পাশাপাশি যেকোনো অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে জোড়ালো আওয়াজ তোলা এবং প্রয়োজনে তাঁকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে অবগত করার আহ্বান জানান।
একই সাথে নিজ দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদসহ সকল তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন উল্লেখ করে নতুন জেলা প্রশাসক বলেন, সনাকের রিপোর্ট আমলে নিয়ে অন্য দপ্তরের পোর্টাল হালনাগাদে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
পাশাপাশি আগামী ২১ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ে সনাক আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক ট্রেনিং আয়োজনে সহযোগী হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেন।